স্টাফ রিপোর্টার : রাজশাহীতে আলোচিত চাঞ্চল্যকর আমিরুল মোমিন হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। তার নাম মিজানুর রহমান ওরফে মিজান (৫০)। রাজশাহীর দামকুড়া থানার আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা তিনি। র্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল শনিবার দিবাগত রাতে নগরের মতিহার থানার ধরমপুর এলাকার এক বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
আলিমগঞ্জ গ্রামের আমিরুল মোমিন (৪০) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিজানুর রহমান। তিনি আমিরুলের নিকটাত্মীয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ২৪ জুলাই আমিরুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
রোববার সকালে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন মিজানুর রহমান। গ্রেফতার করে তাকে দামকুড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।