
স্টাফ রিপোর্টার : বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ দিতে এবার শিক্ষা নগরী রাজশাহীতে আসছে ভারতের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ের শীর্ষে থাকা পাঞ্জাবের চন্ডিগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিনিধি দল। রাজশাহীতে অবস্থানকালে ১ দিনব্যাপি ক্যাম্পেইনে যেখানে সরাসরি শিক্ষার্থীদের বিভিন্ন মেয়াদের স্কলারশিপে মিলবে ভর্তির সুযোগ। যা গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিনিয়র ব্যবস্থাপক (আন্তর্জাতিক সম্পর্ক) ভাস্কর রায়। ১ দিনব্যাপী এই ভর্তি ক্যাম্পেইনের আয়োজন করেছে উচ্চশিক্ষা সহায়তাকারী প্রতিষ্ঠান টিউলিপ এব্রোড সল্যুশন( Tulip Abroad Solution )। প্রতিষ্ঠানটি স্বত্বাধিকারী মোনেম শাহরীয়ার জানান, প্রতিবছর বাংলাদেশ থেকে হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাড়ি জমায়। অথচ আমাদের পার্শ্ববর্তী বন্ধুদেশ ভারতে উচ্চশিক্ষা গ্রহণের এক অপার সম্ভাবনা সৃষ্টি করেছে দুই দেশের সরকার। যেখানে ভারতের সেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন মেয়াদের স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন।...
Developed by BDITHOST