আরিফুল ইসলাম : শুক্রবার (২৩ জানুয়ারি) ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্ট ফাউন্ডেশন (IHRCF)-এর রাজশাহী বিভাগীয় কমিটির পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৬) দুপুরে রাজশাহীর মতিহার থানার বিহাসগেট সংলগ্ন এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো. নাসিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. মুজাম্মেল হক, মো. আলমগীর কায়সার রাসেল, মো. সাজ্জাদ হোসেন, মো. রায়হান শেখ, মো. রমজান আলী, অ্যাডভোকেট মো. আরমান আলী, মো. রেজাউল করিম, জনাব মো. মোশাররফ হোসেন মুক্তার এবং মো. মানোয়ার হোসেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য মো. সাইফুল ইসলাম বুলবুল। এছাড়া ও উপস্থিত ছিলেন বাউবি’র রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক ও রাজশাহী বিভাগীয় কমিটির উপদেষ্টা মো. আরিফুল ইসলাম।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম মিলন।
বক্তারা বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব।
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্ট ফাউন্ডেশন ভবিষ্যতেও মানবাধিকার রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
