নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সকাল ১০:৫০। ২৪ জানুয়ারি, ২০২৬।

রাজশাহীতে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্ট ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জানুয়ারি ২৩, ২০২৬ ৯:৪৩
Link Copied!

আরিফুল ইসলাম : শুক্রবার (২৩ জানুয়ারি) ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্ট ফাউন্ডেশন (IHRCF)-এর রাজশাহী বিভাগীয় কমিটির পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৬) দুপুরে রাজশাহীর মতিহার থানার বিহাসগেট সংলগ্ন এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো. নাসিম উদ্দিন।

আরও পড়ুনঃ  যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ৬ জেলার ২০ কেন্দ্র স্থগিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. মুজাম্মেল হক, মো. আলমগীর কায়সার রাসেল, মো. সাজ্জাদ হোসেন, মো. রায়হান শেখ, মো. রমজান আলী, অ্যাডভোকেট মো. আরমান আলী, মো. রেজাউল করিম, জনাব মো. মোশাররফ হোসেন মুক্তার এবং মো. মানোয়ার হোসেন।

আরও পড়ুনঃ  প্রতিদিন গরিব ও অসহায়দের বিনামূল্যে মধ্যাহ্নভোজ দিচ্ছে রুচিতা হোটেল

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য মো. সাইফুল ইসলাম বুলবুল। এছাড়া ও উপস্থিত ছিলেন বাউবি’র রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক ও রাজশাহী বিভাগীয় কমিটির উপদেষ্টা মো. আরিফুল ইসলাম।

আরও পড়ুনঃ  ইতিহাস গড়ার ম্যাচে পিএসজির হতাশার হার

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম মিলন।

বক্তারা বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব।

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্ট ফাউন্ডেশন ভবিষ্যতেও মানবাধিকার রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।