স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মতিউর রহমান (৫৫)। নগরীর কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া এলাকায় তার বাড়ি। রাজশাহী নগর পুলিশের গোয়েন্দা শাখার একটি দল তাকে গ্রেপ্তার করেছে। নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে পশ্চিম বালিয়া এলাকায় ইয়াবা বিক্রির জন্য অপেক্ষা করছিলেন মতিউর। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল তাকে হাতেনাতে আটক করে। এ ব্যাপারে তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানানো হয়েছে।
Developed by BDITHOST