
স্টাফ রিপোর্টার : বুধবার (৫ নভেম্বর) রাজশাহীর ঈমাম প্রশিক্ষণ একাডেমিতে ১১৯১তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সঙ্গে মুক্ত আলোচনা করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। আলোচনায় পুলিশ কমিশনার ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে সচেতনতা, ইসলামে মানবজীবনের মূলনীতি, ন্যায়বিচার ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান, কিছু ধারণার ভুল ব্যাখ্যা এবং বিশ্বব্যাপী ইসলামী পণ্ডিতদের অবদান তুলে ধরেন। এছাড়া ইসলামের গৌরবময় ইতিহাস, খলিফায়ে রাশেদিনের যুগ, ইসলামি স্বর্ণযুগ এবং গণিত, চিকিৎসাবিজ্ঞান, দর্শন, আলোকবিজ্ঞান, ভূগোল বিষয়েও আলোকপাত করেন। পুলিশ কমিশনার ইসলামে নারীর অধিকার, অর্থনীতি, সম্পত্তি ও বিবাহ-পরিবারিক আইনের গুরুত্বপূর্ণ দিক, রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব, ভুল ধারণা ও মৌলবাদি ব্যাখ্যা এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সামাজিক সংহতির বিষয়ে উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ঈমামগণ উপস্থিত ছিলেন।
Developed by BDITHOST