স্টাফ রিপোর্টার : রাজশাহীতে উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি গঠন করা হয়েছে। আজ ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বাংলা ভাষার সবচেয়ে শক্তিশালী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকারদের একজন ঋত্বিক কুমার ঘটক। ঋত্বিক কুমার ঘটক সেই ক্ষণজন্মা বাঙালি চলচ্চিত্রকারদের মধ্যে একজন যাঁর হাত ধরে বাংলা চলচ্চিত্র বিশ্বদরবারে মর্যাদার আসন পেয়েছে। তাঁর পরিচালিত চলচ্চিত্র ‘সুবর্ণরেখা’, ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’, ‘অযান্ত্রিক’ এবং ‘তিতাস একটি নদীর নাম’ প্রভৃতি চলচ্চিত্র বাংলা চলচ্চিত্রের অমূল্য সম্পদ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চলচ্চিত্রকারের এসব চলচ্চিত্র বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রের পাঠ্য হিসেবে স্বীকৃত। ১৯২৫ সালের ৪ নভেম্বর এই চলচ্চিত্রকার জন্মগ্রহণ করেন। আগামী ৪ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ এই নির্মাতার জন্মশতবার্ষিকী।
রাজশাহীতে ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবর্ষ সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে ১৩ সদস্য বিশিষ্ট জন্মশতবর্ষ উদযাপন কমিটি গঠন করা হয়েছে। আগামী ৪ নভেম্বর ২০২৫ এই জন্মশতবর্ষ উদযাপন করা হবে। এই দিন ঋত্বিক কুমার ঘটকের বসতভিটায় (যার একাংশ এখন রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল) গণসঙ্গীত, ঋত্বিক আলোচনা ও ঋত্বিক কুমার ঘটককে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মেঘে ঢাকা তারা’ প্রদর্শণ করা হবে।
জন্মশতবর্ষ উদযাপন কমিটিতে আহ্বায়ক হিসেবে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতা নাট্যকার আহসান কবীর লিটন এবং সদস্য সচিব হিসেবে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
ঋত্বিক শতবর্ষ উদযাপন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, যুগ্ম সদস্য সচিব, আননাবা কবীর প্রকৃতি; ফেস্টিভ্যাল ডিরেক্টর, আতিকুর রহমান আতিক; ফেস্টিভ্যাল কো-অর্ডিনেটর, নাদিম সিনা এবং মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স অফিসার, পলি রানী প্রামানিক।
এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে, অর্ণব পাল সন্তু, সাবিত্রী হেমব্রম, শামীউল আলীম শাওন, মাহাইর ইসলাম, মাইনুল ইসলাম টিপু, খালেদুল ইসলাম সোহান এবং হাসিবুল হাসনাত রিজভি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এই দায়িত্বপ্রাপ্ত ঋত্বিক শতবর্ষ উদযাপন কমিটি জন্মশতবর্ষ উদযাপন আয়োজনের যাবতীয় দায়িত্ব পালন করবে।

