নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। সন্ধ্যা ৭:২৮। ১৪ জানুয়ারি, ২০২৬।

রাজশাহীতে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার

জানুয়ারি ১৩, ২০২৬ ১১:৫৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১.৩০ মিনিটে রাজশাহী নগরীর শাহমখদুম থানাধীন সিলিন্দা বটতলা এলাকায় ৩/৪ জনের একদল ছিনতাইকারী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে মহানগর ডিবি পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

আরও পড়ুনঃ  ৭-০ গোলে জিতল ঋতুপর্ণারা

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় ঐখানে অবস্থিত আওয়ামী লীগের অফিসের সামনে কিছু একটা ফেলে দিয়ে আম বাগানের ভিতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ডিবি পুলিশের টিম স্থানীয় নাইট গার্ডদের সাথে নিয়ে আওয়ামী লীগ অফিসের পূর্ব পার্শ্বে ফাঁকা স্থান তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল এবং ২ (দুই) রাউন্ড গুলিসহ ১টি ম্যাগাজিন উদ্ধার করে। পিস্তলের গায়ে ইংরেজিতে “গঅউঊ ওঘ টঝঅ” লেখা রয়েছে।

আরও পড়ুনঃ  বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ১৯২

পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  নিরাপদ কর্মপরিবেশের দাবিতে রাবি অফিসার সমিতির মানববন্ধন

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।