
স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরে নতুন আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আনন্দ মিছিল হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুরে রাজশাহী নগরের সাহেববাজার জিরোপয়েন্ট এলাকা থেকে মিছিলটি বের করা হয়। এটি সাহেববাজার, সোনাদিঘির মোড়, মহিলা কলেজ, নিউমার্কেট, আলকার মোড় ঘুরে গণকপাড়ায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোবাশ্বের হোসেন, সদস্য সচিব আতিকুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান জুয়েল, যুগ্ম সদস্য সচিব ফাহাবীর চৌধুরী, মাহফুজুর রহমান বাবু, সালাউদ্দিন বাপ্পি, মোফাসসিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক উদয়সহ নেতাকর্মীরা অংশ নেন।
Developed by BDITHOST