স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমানের বিরুদ্ধে মানববন্ধন করেছেন আইনজীবিরা। সোমবার সকালে রাজশাহী আদালতের সামনে এই মানববন্ধন করেন তারা।
এ সময় আইনজীবিরা চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমানকে সাময়িক বরখাস্ত করার দাবি জানান। এছাড়া তদন্ত সাপেক্ষে তাকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলার দ্রুত তদন্ত শেষ করে বিচারের মুখোমুখি করারও দাবি জানান আইনজীবিরা।
মানববন্ধনে আইনজীবীরা ওসি মতিয়ারের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘তার ক্ষমতার উৎস কি? কার ক্ষমতার বলে তিনি এত অন্যায়-অবিচার করার পরেও এখন পর্যন্ত টিকে আছেন?’
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম, জ্যেষ্ঠ আইনজীবি লিয়াকত আলী, আব্দুর রশিদ বাবু, হযরত আলী, ফিরোজ আলী প্রমুখ।
এর আগে সম্প্রতি ওসি মতিয়ার রহমান থানায় যাওয়া আইনজীবিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে গত ৮ মে আব্দুর রশিদ বাবু নামের এক আইনজীবি ওসির বিরুদ্ধে মানহানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে আদালতে মামলা করেন।
আইনজীবিদের অভিযোগ মিথ্যা দাবি করে চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান বলেন, ‘আমি জানি না যে আমার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। আমি শুনেছিলাম যে মানববন্ধন হবে।’
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান বলেন, ‘এ ধরনের কোন অভিযোগ আসলে গুরুত্বের সাথে দেখা হবে।’