স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই তরুণের নাম সাব্বির রহমান ওরফে সাকিম (২২)। গোদাগাড়ী উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে তার বাড়ি। রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা সোমবার বিকালে ওই এলাকার বালুঘাট থেকে তাকে হেরোইনসহ গ্রেপ্তার করে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম জানান, সাকিমের কাছে থাকা ব্যাগে ১০টি প্যাকেটে এক কেজি হেরোইন পাওয়া গেছে। অভিযানের সময় রফিকুল ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছেন। তার বাড়ি রাজশাহীর হরিপুর বেড়পাড়া গ্রামে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে গোদাগাড়ীথানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
