স্টাফ রিপোর্টার: রাজশাহীতে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা রেলক্রসিং এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। গ্রেপ্তার দুজন হলেন- নগরীর কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর বাগানপাড়া এলাকার আবুল হায়াত (২২) ও সাকিব ওরফে শান্ত (২৪)। এদের মধ্যে সাকিব ট্রাকের চালক। ট্রাক থেকে ১ কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে। র্যাব জানায়, এ ঘটনায় দুজনের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
Developed by BDITHOST