
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জুন) সকালে রাজশাহী সার্কিট হাউজ মিলনায়তনে ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন রাজশাহীর আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় জেলার ভূমি কর্মকর্তাগণ অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান বলেন, সারাদেশের মধ্যে রাজশাহী জেলাকে ২৫ তম জেলা হিসাবে বেছে নেয়া হয়েছে। এই জেলায় সরাসরি অফিসে উপস্থিত না হয়ে সেবা প্রত্যাশীরা অনলাইনে জমির নামখারিজ, নামজারি, বিভিন্ন ফি জমা, রশিদ উত্তোলনসহ জমি সংক্রান্ত সকল সেবাই মোবাইল অপশনের মাধ্যমে সম্পন্ন করতে পারছেন। ফলে তারা দীর্ঘদিনের মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থেকে মুক্তি পেয়েছেন। উক্ত জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,...
Developed by BDITHOST