স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে সংবর্ধনা দিয়েছে ‘ফর্মার ক্রিকেটার্স অব রাজশাহী’। শুক্রবার বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে বিসিবি পরিচালক ও হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটকে ফুলের মালা পরিয়ে বরণ করেন রাজশাহীর সাবেক সিনিয়র ক্রিকেটার রইস উদ্দিন বাবু ও মাহবুব জামান ভুলু। সংবর্ধনা অনুষ্ঠানে খালেদ মাসুদ পাইলট বলেন, ‘আমি ৩ নম্বর ক্যাটাগরি থেকে পরিচালক হয়েছি। আমি রাজশাহীসহ সারা দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করতে চাই।’ অনুষ্ঠানে সোনালী অতীত ক্লাবের নেতৃবৃন্দ, রাজশাহী বিভাগের সাবেক ও বর্তমান খেলোয়াড়, রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের গ্রাউন্ডস কর্মীরা, জাতীয় দলের সাবেক খেলোয়াড় মুসফিক রহমান বাবু ও সাইফুল্লাহ খান জেমসহ রাজশাহীর বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।