স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর রাজপাড়া থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ৯০০ গ্রাম গাঁজা এবং ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা ও ডিবি পুলিশ।
রাজপাড়া থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: মিরাজ হোসেন (২০) রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী গ্রামের মো: মোজাম্মেল হকের ছেলে। ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: হৃদয় (২৬) চন্দ্রিমা থানার হাজরা পুকুর ডাবতলা এলাকার মো: বাবর আলীর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই সন্ধ্যায় রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আশরাফুল আলমের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: তরিকুল ইসলাম ও তার টিম মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজপাড়া থানার বুলনপুর এলাকায় একজন গাঁজা বিক্রি করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজপাড়া থানার বুলনপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মিরাজকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ৯০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
অপরদিকে একই দিন নগর গোয়েন্দা পুলিশের এসআই মো: শাহ আলী ও তার টিম রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা এলাকা থেকে আসামি হৃদয়কে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৩৫ পিস ট্যাপেন্টডল ট্যাবলেট জব্দ করে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া ও চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি