স্টাফ রিপোর্টার: রাজশাহীতে গাড়ির গ্যারেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গ্যারেজে থাকা পাঁচটি গাড়ি এবং পাশের ১১ তলা ভবনের ২টি ফ্লোর পুড়ে গেছে। তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। নগরীর বোয়ালিয়া থানার মোড় এলাকায় শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে লাগা আগুন নেভানো হয় সকাল ৭টায়। আগুনের পর ১১ তলা ভবনটির তিনতলায় বেশ কয়েকটি ফ্ল্যাটের ভেতরের দেয়ালে ফাটল দেখা গেছে। বাসিন্দারা বলছেন, আগুন লাগার পর তাড়াহুড়ো করে বাইরে গিয়ে পরে বাসায় ফিরে এই ফাটল দেখেছেন তারা। ভবনটির ১১তলা জুড়ে অন্তত ৪৫টি ফ্ল্যাটের কোনটিতেই বিদ্যুৎ নেই। ফলে অনেকেই যে যার মতো নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। ফায়ার সার্ভিস বলছে, আগুনের সুত্রপাত ১১তলা ভবনের পাশের কার কেয়ার সেন্টার থেকেই। পরে বহুতল ভবনের দোতলা পুড়ে শেষ হয়ে যায়। আগুন না...
Developed by BDITHOST