স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ায় চাঞ্চল্যকর গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ জুয়েল (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব-৫ এর যৌথ আভিযানিক দল । শুক্রবার ১৭ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে র্যাব-৫, সিপিএসসি রাজশাহী ও সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন মাধনগর ইউনিয়নের হালতি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আসামি মোঃ জুয়েল নাটোর জেলার নাটোর সদরের জয়রামপুর গ্রামের মোঃ নবাবের ছেলে। র্যাব সূত্রে জানা যায়, ভিকটিমের স্বামীর বন্ধু হওয়ার সুবাদে আসামি জুয়েল পুঠিয়া থানার পীরগাছা গ্রামে ভিকটিমের বাড়িতে যাতায়াত করত। গত ৭ অক্টোবর রাত ১০:৩০ মিনিটের দিকে ভিকটিমের স্বামী বাড়িতে না থাকায় ওই সুযোগে জুয়েল ঘরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ধর্ষণের শিকার ভিকটিম নিজেই পুঠিয়া থানায় হাজির হয়ে অভিযুক্ত জুয়েলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।...
Developed by BDITHOST