স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ‘বিদেশ ফেরত নারী কর্মী: অভিবাসন সমস্যা ও উত্তরণে করণীয়’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী নগরীর একটি হোটেলে এই বৈঠকের আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি। অনুষ্ঠানে বক্তরা বলেন, পুরুষের পাশাপাশি বর্তমানে আমাদের নারীরাও বিদেশে গিয়ে চাকরি করছেন, যা একটি সাহসী পদক্ষেপ। তাদের বিদেশে চাকরি খোঁজা দেশের অর্থনীতি ও বেকারত্ব দূরীকরণে একটি বড় সুযোগ তৈরী হয়েছে। তবে বিদেশে তাদের কাজের এই সুযোগটিকে আমরা কতোটুকু ঝুঁকিমুক্ত, মর্যাদাপূর্ণ ও লাভজনক করতে পেরেছি সেটি ভেবে দেখার সময় এসেছে। বক্তারা এই বৈঠকে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। নারীদের জন্য বিশেষ সুরক্ষাসহ নারী-পুরুষ নির্বিশেষে নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করা; নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও ন্যায়সংগত করা, বিদেশ ফেরত নারীর কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অর্ন্তভুক্ত করার মতো সুপারিশ...
Developed by BDITHOST