স্টাফ রিপোর্টার : রাজশাহীতে চোরাচালানবিরোধী অভিযানে ২২টি গরু এবং ২টি নসিমন গাড়ি আটকের বিষয়ে বিবৃতি দিয়েছে বিজিবি।
বুধবার (২১ মে) বিকেলে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাকারবারীরা বিজিবির নজর এড়িয়ে ভারতীয় গরুগুলো রাজশাহী সিটি হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল। তবে বিজিবির নিয়মিত টহল দলের অভিযানে এসব গরু এবং পরিবহন কাজে ব্যবহৃত নসিমন দুটি জব্দ করা হয় এবং পরে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় পরবর্তীতে রাজশাহীর সিটি হাটের ইজারাদার, কিছু গরু ব্যবসায়ী ও সন্দেহভাজন চোরাকারবারীরা বিজিবির শালবাগানস্থ মেইন গেটে উপস্থিত হয়ে গরুগুলো দেশীয় দাবি করে হস্তান্তরের দাবি জানায় এবং কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। কর্তব্যরত বিজিবি সদস্যরা তাদের শান্তভাবে এলাকা ত্যাগের অনুরোধ জানালেও তারা সেখানে অবস্থান করে।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সিটি হাটের ইজারাদাররা বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং ভারতীয় গরুর অনুপ্রবেশ বন্ধে সহযোগিতার আশ্বাস দেন।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষায় তাদের চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।