স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ১১৫ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৫ এর সদর কোম্পানীর একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহী মহানগরীর সপুরা কাঠমিল এলাকায় এ অভিযান চালায়। তাদের কাছ থেকে একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন- নগরীর শিরোইল কলোনী এলাকার মো. আকাশ (২৫) ও টিকাপাড়া এলাকার নূর আলম (২৯)।
শুক্রবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে। র্যাব জানায়, এর আগে গতবছরও দুই আসামি একসঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চোলাই মদসহ গ্রেপ্তারের ঘটনায় থানায় আরেকটি মামলা করা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

