নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। বিকাল ৫:৪৭। ২৬ জুলাই, ২০২৫।


Girl in a jacket

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

মে ৯, ২০২৩ ১১:৩৪
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে ছিনতাইকারী চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাটাখালী থানা পুলিশ রাজশাহীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আটজন হলেন- মুকুল হোসেন (৩৫), রাব্বী আলী (২৮), শিহাব আলী (২১), নাজমুল ইসলাম (২৪), নাজিউর রহমান মৃদুল (২২), মো. রকি (২৮), সুমাইয়া আক্তার রিমা (২৪) ও আশরাফ আলী (৫৪)। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।

আরও পড়ুনঃ  বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে রাবিতে গায়েবানা জানাজা

আরএমপির মুখপাত্র রফিকুল আলম জানান, গত ৬ মে রাতে নগরীর যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন চক্রের সদস্যরা। এরপর নির্জন স্থানে গিয়ে তারা অটোরিকশা চালককে মারধর করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যান। এ নিয়ে কাটাখালী থানায় একটি মামলা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার

এরপর সোমবার দিবাগত রাতে প্রথমে শিহাবকে আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেপ্তার করা হয়। এ অভিযানে ছিনতাই হওয়া অটোরিকশার বিভিন্ন পার্টস উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।