
অনলাইন ডেস্ক : রাজশাহী নগরীতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতা মো. দেলোয়ারকে গ্রেপ্তার করেছে র্যাব। তার কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই ২০২৫) বিকেল পৌনে পাঁচটার দিকে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার খড়খড়ি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর সিপিএসসি’র একটি আভিযানিক দল। গ্রেপ্তার মো. দেলোয়ার (৩৩) হলেন রাজশাহীর তানোর থানার সমাসপুর গ্রামের বাসিন্দা মো. গোলাপ হোসেনের ছেলে। র্যাব জানায়, গত ১৬ জুলাই গভীর রাতে নগরীর রানীনগর রেশমপট্টি এলাকায় ছিনতাইয়ের একটি ঘটনায় দেলোয়ার সরাসরি জড়িত ছিলেন। ওই দিন রাত পৌনে চারটার দিকে রাজশাহী লক্ষ্মীপুর মোড় থেকে ভিকটিম ও তার স্ত্রী একটি রিকশাযোগে বাসার উদ্দেশ্যে রওনা দেন। পথে বোয়ালিয়া থানাধীন রানীনগর রেশমপট্টি এলাকার ইসকন মন্দিরের সামনে পৌঁছালে দুইজন ছিনতাইকারী মোটরসাইকেলে...
Developed by BDITHOST