নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ১:৪৬। ১৯ মে, ২০২৫।

রাজশাহীতে ‘জনগণের কথা’ শীর্ষক সভা অনুষ্ঠিত

মে ১৮, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রবিবার (১৮ মে) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘জনগণের কথা’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক যোবায়ের হোসেন ও মির্জা ইমাম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন।
অনুষ্ঠানে বক্তাগণ, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতনতা সৃষ্টি, তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ, বাল্যবিবাহের কুফল, নারী শিক্ষার গুরুত্ব, শিশু ও মাতৃস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক ও গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার এবং তথ্য অধিকারসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন।

আরও পড়ুনঃ  সালমান রুশদির ওপর হামলাকারী হাদি মাতারের ২৫ বছরের কারাদণ্ড

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পর্যায়ের সরকারি দপ্তরপ্রধান ও উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।