নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১০:২২। ৩ সেপ্টেম্বর, ২০২৫।

রাজশাহীতে জনস্বাস্থ্য প্রকৌশলীর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ, অপসারনের দাবিতে মানববন্ধন

সেপ্টেম্বর ৩, ২০২৫ ৭:৩৫
Link Copied!

সজল মাহমুদ রাজশাহী : রাজশাহীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদের বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি ফ্যাসিস্ট আওয়ামী ঠিকাদারদের সাথে যোগসাজশ করে অনিয়মের মাধ্যমে কাজ বণ্টন করছেন। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় একদল ঠিকাদার।

আরও পড়ুনঃ  সকলের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব : স্বরাষ্ট্র উপদেষ্টা

বুধবার দুপুর সাড়ে বারোটায় নগরীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে ঠিকাদাররা অভিযোগ করেন— নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদ অবৈধ লেনদেন ও দলীয় ঠিকাদারদের পক্ষপাতিত্ব করে প্রকল্পের কাজ বণ্টন করছেন। ফলে বঞ্চিত হচ্ছেন প্রকৃত যোগ্য ঠিকাদাররা।

আরও পড়ুনঃ  হানিয়ার এই গ্ল্যামারাস লুক ঝড় তুলছে নেটমাধ্যমে

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঠিকাদার ফরহাদ, রিপন, সমাজসেবক আসমাসহ আরও অনেকে। তারা অভিযোগের সঠিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আরও পড়ুনঃ  বেনাপোলে অত্যাধুনিক মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার “বাইক ওয়ার্ল্ড” এর উদ্বোধণ

অভিযোগের বিষয়ে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদকে একাধিকবার মুঠোফোনে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।