
মো.আজিজুল ইসলাম : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী মহানগর বিএনপি। আজ (শুক্রবার) সকাল ৭টায় মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। এছাড়া আগামীকাল (শনিবার) রক্তদান কর্মসূচি এবং পরশুদিন (রবিবার) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপি নেতারা জানিয়েছেন, এসব কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগকে স্মরণ করা হচ্ছে। পাশাপাশি শহীদ জিয়ার আদর্শ ও কর্মধারা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। মহানগর...
Developed by BDITHOST