
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকের হাতে নিমর্মভাবে নিহত হন তিনি। প্রতিবছর নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি স্মরণ করে সমগ্র বাঙালি জাতি। প্রতিবছরের মতো যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালনের জন্য কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী জেলা প্রশাসন। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে। সকাল নয়’টায় বঙ্গবন্ধু চত্বরে (সিএন্ডবি মোড়) স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সাড়ে নয়টায় বঙ্গবন্ধু চত্বর থেকে একটি শোক র্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হবে। সকাল দশ’টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে...
Developed by BDITHOST