নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ১:২৫। ১৩ আগস্ট, ২০২৫।

রাজশাহীতে জাতীয় সবুজ সংহতি সমাবেশ উদযাপন উপলক্ষ্যে আহবায়ক কমিটি গঠন

আগস্ট ১২, ২০২৫ ৯:৪০
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে জাতীয় সবুজ সংহতি সমাবেশ উদযাপন উপলক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১২ আগস্ট, মঙ্গলবার আন্তর্জাতিক যুব দিবস ও গ্লোবাল ডে অফ এ্যাকশন ফর ইয়ুথ ইন এগ্রোইকোলজি উপলক্ষে আয়োজিত কৃষিপ্রতিবেশ, পরিবেশ ন্যায়বিচার ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ে কর্মশালা শেষে দুপুর ২ টায় উন্নয়ন গবেষণা প্রতিষ্টান বারসিক এর আঞ্চলিক কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্টী কালচারাল একাডেমীতে আগামী ১৮ আগষ্ট ২০২৫ তারিখে দিনব্যাপী বাংলাদেশের বিভিন্ন কৃষিপ্রতিবেশ অঞ্চলের যৌথ সমন্বয়য়ে প্রাণ প্রকৃতি, কৃষি প্রতিবেশ ও জলবায়ু সুরক্ষায় জাতীয় সবুজ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উন্নয়ন গবেষণা প্রতিষ্টান বারসিক, সবুজ সংহতি এবং বরেন্দ্র ইয়ুথ ফোরামের যৌথ আয়োজনে অনুষ্ঠানকে সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়ন করতে বরেন্দ্র ইয়ুথ ফোরামের নেতৃবৃন্দ থেকে ১৩ সদস্যবিশিষ্ট আয়োজন উদযাপন কমিটি গঠন করা হয়।

আরও পড়ুনঃ  নাটোরসহ দেশের ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

কমিটির আহবায়ক নির্বাচিত হন বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক এবং সদস্য সচিব নির্বাচিত হন বরেন্দ্র ইযুথ ফোরামের সদস্য পলি রানী প্রামানিক। কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে মোখলেছুর রহমান সুন্দরী, মো. শহিদুল ইসলাম, জুলফিকার আলী হায়দার ও সালমান ফার্সী; যুগ্ম সদস্য সচিব পদে তাহমিদ জাকি, হাসিবুল হাসনাত রিজভি, মাসুম মাহবুব ও সিফাত শাহরিয়ার কিয়াম এবং সদস্য পদে মনিকা মারান্ডি, শাহাদাত হোসেন ও মাহমুদুল হাসান প্রামানিককে নির্বাচিত করা হয়। এছাড়া চারটি কৃষিপ্রতিবেশ অঞ্চল থেকে আগত কৃষক ও যুবরা এই কমিটির বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

আরও পড়ুনঃ  রাজধানীতে ‘ধাক্কামারা’ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার

কমিটিতে কৃষিপ্রতিবেশ উপকুলীয় অঞ্চল থেকে রামকৃষ্ণ জোয়ার্দার, হাওর কৃষিপ্রতিবেশ অঞ্চল থেকে শংকর ম্রং, নদীবিধৌত পলল বেষ্টিত কৃষিপ্রতিবেশ অঞ্চল থেকে বিমল রায়, বরেন্দ্র অঞ্চল থেকে গবেষক মো. শহিদুল ইসলাম, রাজশাহী সবুজ সংহতির আহবায়ক নদী ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী এবং বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি শাইখ তাসনীম জামাল, সাধারণ সম্পাদক সাবিত্রী হেমব্রমকে উক্ত কমিটির উপদেষ্টা নির্বাচন করা হয়। জাতীয় সমাবশের উদ্দেশ্যগুলো সঠিকভাবে বাস্তবায়নে উক্ত কমিটি কার্যকরভাবে ভূমিকা পালন করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।