স্টাফ রিপোর্টার : শুক্রবার ১২ সেপ্টম্বর রাজশাহী নগরীর রাজপাড়া থানা ৩নং ওয়ার্ডে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ৩ নং ওয়ার্ড আমীর মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমীর সমাজসেবক রাজশাহী ২ আসনের এমপি পদপ্রার্থী প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।
উক্ত সমাবেশে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মোঃ শাহাদাৎ হোসাইন।
কর্মী সমাবেশে বিশেষ অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজপাড়া থানা আমীর অধ্যাপক নুরুল ইসলাম মনি, রাজপাড়া থানা সাধারন সম্পাদক মো: মাহবুবুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেক্ষ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমীর সমাজসেবক রাজশাহী ২ আসনের এমপি পদপ্রার্থী প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর প্রতিদিনই নগরীর বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে মতবিনিময় করছেন।