
স্টাফ রিপোর্টার : রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মহানগরী জামায়াতের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদের মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালি চলাকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান এ নেতা। একইসাথে জামায়াতের সমর্থনে বিভিন্ন স্লোগান দেয় কর্মীরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় মোহনপুরের বড়াইল উচ্চ বিদ্যালয় থেকে এ মটরসাইকেল র্যালি শুরু হয়। পরে পবা-মোহনপুর এর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাশিয়াডাঙ্গা কলেজ প্রাঙ্গণে গিয়ে র্যালিটি শেষ হয়। কর্মসূচিতে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। তাদের হাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় ছাদখোলা গাড়ি থেকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান অধ্যাপক আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘এ আসনে জনগণের প্রকৃত সমস্যা চিহ্নিত করে সেসব...
Developed by BDITHOST