নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সন্ধ্যা ৭:০৫। ৩০ জুলাই, ২০২৫।

রাজশাহীতে জামায়াত-শিবিরের মিছিল থেকে আটক ২

সেপ্টেম্বর ৯, ২০২৩ ৭:৩২
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে জামায়াত-শিবিরের মিছিল থেকে দুজনকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে নগরীর গ্রেটার রোড এলাকায় ঝটিকা মিছিলটি বের করেন জামায়াত শিবিরের নেতা-কর্মীরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজন আটক হন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সীমানা প্রাচীর ভেঙে জমি দখলের অভিযোগ

আকটকৃতরা হলেন, নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন মইনুল হকের ছেলে রাশেদুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার আখতারুজ্জামানের ছেলে মোবারক হোসেন। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  জুয়ার সরঞ্জামসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করে রাজপাড়া থানা পুলিশ

তিনি বলেন, ‘বিকেলে ঝটিকা মিছিল বের করে জামায়াত শিবিরের কর্মীরা। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। মিছিল থেকে তাড়া দিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুনঃ  রাজশাহীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।