
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর মতিহার থানার তালাইমারি মোড়ে জাল টাকাসহ জনতার হাতে আটক হয়েছে ভুয়া সাংবাদিক শুকুর রানা ওরফে এমএস রানা। এ নিয়ে সামাজিক গণমাধ্যমে (ফেসবুকে) একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়। শনিবার রাত আনুমানিক ১১ টার সময় তালাইমারি মোড়ে চান্দু মিয়ার চায়ের দোকানে চা খেয়ে বিল পরিশোধ করে জাল টাকা দিয়ে, সেই সময় চায়ের দোকানিসহ স্থানীয় জনগন রানাকে তার কাছে থাকা আরও কিছু জাল নোট সহ আটক করে মতিহার থানা পুলিশের নিকট সোপর্দ করে। আটকের সময় রানার কাছে ১০০০ টাকার ২ টি ৫০০ টাকার ৩ টি ২০০ টাকার ৩ টিসহ মোট ৪১০০ জাল টাকা পাওয়া যায়। চায়ের দোকানদারের বক্তব্যনুযায়ী রানা এর আগেও চা-নাস্তা করে জাল টাকা দিয়েছে। সেই থেকে চায়ের দোকানদার রানার বিষয়ে আগে থেকেই সতর্ক ছিলো। গতকালও রানা...
Developed by BDITHOST