নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সন্ধ্যা ৬:১৮। ১৫ সেপ্টেম্বর, ২০২৫।

রাজশাহীতে জুয়া খেলার সময় ৮ জুয়াড়ি গ্রেপ্তার

এপ্রিল ৯, ২০২৩ ৩:৪২
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাটাখালী থানার নওদাপাড়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। কাটাখালী থানা-পুলিশের একটি দল শনিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  ন্যায্য জ্বালানি রূপান্তরে ক্যাবের প্রস্তাবিত নীতি নিয়ে রাজশাহীতে আলোচনা সভা

গ্রেপ্তার আটজন হলেন- কাটাখালীর মিরকামারী গ্রামের কালাম (৩২), নওদাপাড়ার সবুর সাজ্জাদ হোসেন (২৮), মো. রানা (৩০), মো. রিপন (৩৫), রাজা ইসলাম (২৬), মো. মকবুল (৪৭), সাহাপুর পূর্বপাড়ার মো. স্বপন (৪৫) ও কাকাইলকাটি গ্রামের মো. রবিউল (৩৭)।

আরও পড়ুনঃ  রাকসুর নির্বাচনি প্রচারণা শুরু, আচরণবিধি ভঙ্গ করলে শাস্তি

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, জুয়া খেলা অবস্থায় এই আটজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে কাটাখালী থানায় জুয়া আইনে একটি মামলা করা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।