নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ১:৩০। ১০ আগস্ট, ২০২৫।

রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপন

আগস্ট ৯, ২০২৫ ১১:৩৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূতি উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকেল ৪টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশন ও জুলাই ২৪-এর সকল শহীদের আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

গণঅভ্যুত্থান-২৪ পরিষদ, জুলাই-৩৬ পরিষদ ও হেরিটেজ রাজশাহীর যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅভ্যুত্থান-২৪ পরিষদ ও হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নাকীব। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রফিকুল ইসলাম, রাজশাহী জেলা প্রশাসক টুকটুক তালুকদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ইফতেখারুল আলম মাসুদ এবং কথাসাহিত্যিক ড. নাদিজ ওদুদ।

আরও পড়ুনঃ  প্রধান উপদেষ্টার সঙ্গে ডাচ দূতের বিদায়ী সাক্ষাৎ, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গান উপহার

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সংকলনের মোড়ক উন্মোচন করা হয়। পরে জুলাই-৩৬ পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদিরী জুলাই-২৪ গণঅভ্যুত্থান নিয়ে প্রবন্ধ পাঠ করেন। শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার ও অংশগ্রহণকারীদের সনদপত্র তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  জুলাই স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

এছাড়া জুলাইযোদ্ধাসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ গণঅভ্যুত্থান নিয়ে তাদের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানটি রাজশাহীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক চেতনায় নতুন মাত্রা যোগ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।