স্টাফ রিপোর্টার : জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহীর চার শহিদের স্মরণে মহানগরীর সি এন্ড বি মোড়ে চারটি জয়তুন বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) সকালে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচির আওতায় জেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগের উদ্যোগে চারাগুলো রোপণ করা হয়।
রোপণ করা প্রতিটি বৃক্ষের সাথে রয়েছে জুলাই শহিদের একটি স্মৃতিফলক। এ স্মৃতি ফলকে শহিদের পরিচয় তুলে ধরা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট শহিদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা জানতে ফলকে আছে কিউআর কোড।
বৃক্ষরোপণ শেষে একই স্থানে শহিদদের জন্য দোয়া করা হয়। এসময় জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহীর চার শহিদ- শহিদ মো. সাকিব আনজুম, শহিদ ফিরোজ আহমেদ, শহিদ মো. মিনারুল ইসলাম এবং শহিদ মো. রায়হান আলীর স্বজনদের পাশাপাশি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, স্থানীয় সরকারের পরিচালক পারভেজ রায়হান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ কমিশনার ম্হোাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সামাজিক বনবিভাগের পক্ষ থেকে মহানগরীর ২০টি শিক্ষা প্রতিষ্ঠানকে ১০টি করে ফলদ, বনজ ও ওষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়।