নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। দুপুর ১২:৫০। ১৬ মে, ২০২৫।

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

নভেম্বর ২১, ২০২২ ৬:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। তার নাম মো. রাব্বি (২৫)। রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর উত্তরপাড়া মহল্লায় তার বাড়ি। বাবার নাম রেজাউল করিম। সোমবার বেলা পৌনে ১১টার দিকে রাজশাহীর বেলপুকুর থানার ভারুইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  নগর পুলিশের অভিযানে গাঁজা ও চোলাইমদ উদ্ধার; গ্রেপ্তার ২

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাব্বি ও তার চাচাতো ভাই মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। তখন একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেল পড়ে ঘটনাস্থলেই রাব্বির মৃত্যু হয়। আহত অবস্থায় তার চাচাতো ভাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ১২ মামলার পলাতক আসামি গ্রেফতার

ওসি আরও জানান, নিহত রাব্বির স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা যেভাবে চাইবেন সেভাবেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।