স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে সালেহা বেওয়া (৭৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) সকাল ১০টার দিকে মহানগরীর মহিষবাথান রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালেহা হড়গ্রাম পূর্বপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সালেহা বেওয়া রেলের জমিতে বসবাস করতেন। বয়সজনিত কারণে তিনি কানে কম শুনতেন। ঘটনার সময় তিনি রেললাইনের পাশেই বসে ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈশ্বরদীগামী একটি মেইল লোকাল ট্রেন যাওয়ার সময় হুইশেল দেয়। কিন্তু সালেহা শুনতে পাননি। ফলে ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি জানান, স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।