নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ৪:২৮। ২৬ জুলাই, ২০২৫।


Girl in a jacket

রাজশাহীতে তথ্য অধিকার আইন নিয়ে বেলার কর্মশালা

জুলাই ২৪, ২০২৫ ৮:৩৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : তথ্য অধিকার আইন বিষয়ে সচেতনতা বাড়াতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। বুধবার ও বৃহস্পতিবার রাজশাহী নগরের একটি রেস্তোরাঁয় এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

কর্মশালায় রাজশাহী বিভাগের ৮ জেলার ২৩ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। তাদের বেশিরভাগই ছিলেন তরুণ, যারা তথ্য অধিকার আইন সম্পর্কে জানার আগ্রহ নিয়ে অংশ নেন এই আয়োজনে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ভূমি সেবা ও জটিলতা নিরসনে বিশেষ শুনানি অনুষ্ঠিত

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য ও আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন বেলার রাজশাহী কার্যালয়ের ফিল্ড অফিসার সাইফুল ইসলাম এবং আরটিআই ডেস্কের স্বেচ্ছাসেবক জারিফা জান্নাত।

বেলার রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল প্রশিক্ষণে তথ্য অধিকার আইনে আবেদন প্রক্রিয়া, আপিলের ধাপ এবং তথ্য কমিশনে অভিযোগ দায়েরের পদ্ধতি নিয়ে বিশদ উপস্থাপনা করেন। এছাড়াও বেলার তথ্য অধিকারসংক্রান্ত অভিজ্ঞতা তুলে ধরেন প্রতিষ্ঠানটির হেড অব প্রোগ্রামস ফিরোজুল ইসলাম মিলন।

আরও পড়ুনঃ  জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত অনার্সের পরীক্ষার তারিখ ঘোষণা

তথ্য অধিকার আইনের জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং আবেদন প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা ও তা উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসার মো. তৌহিতদুজ্জামান।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নিয়ে দলীয় কার্যক্রমও পরিচালিত হয়। বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা বিভিন্ন বিষয়ের ওপর তথ্য চেয়ে আবেদনপত্র তৈরি করেন এবং তা উপস্থাপন করেন। প্রশিক্ষণের শেষ দিনে অংশগ্রহণকারীরা একটি নাটিকার মাধ্যমে তথ্য অধিকার আইনের বিভিন্ন ধাপ উপস্থাপন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।