স্টাফ রিপোর্টার: রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তৃতীয় লিঙ্গের জনগণ যেন সাংস্কৃতিক অঙ্গনে ভাল অবদান ও দেশে এবং বিদেশে তাদেও প্রবেশাধিকার বৃদ্ধি পায় সে লক্ষ্য নিয়ে এই কর্মসূচী পালন করে তারা। দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে এবং অবয়ব এর সহযোগিতায় এই অনুষ্ঠান হয়। রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে এ লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ড. আব্দুল্লা আল ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক জোন-২ সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর আয়েশা খাতুন নাদিও, মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহী উপপরিচালক শবনম শিরিন, মেট্রোপলিটন থানা যুব উন্নয়ন কর্মকর্তা বোয়ালিয়া রাজশাহীর মোহা: মঈদ আলী রেজা ও স্পেস এর নির্বাহী পরিচালক হাফিজ। দিনের আলো...
Developed by BDITHOST