স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার সেন্টারপাড়ার অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো: জামাল উদ্দিন ওরফে রকি (৩৮) ও মো: বায়েজীদ ইসলাম (২৫)। জামাল রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা সেন্টারপাড়ার মো: আব্দুর রহিমের ছেলে এবং বায়েজীদ একই থানার কাশিয়াডাঙ্গা বাগান পাড়ার মো: বাদশা মিয়ার ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৬ জুলাই রাতে আরএমপি উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) দীন মোহাম্মদের সার্বিক তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানার এসআই মো: মোস্তাক আহম্মেদ ও তার টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাশিয়াডাঙ্গা সেন্টারপাড়ায় এক বাড়িতে গাঁজা বিক্রি হচ্ছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের টিমটি রাত সাড়ে ১০ টায় কাশিয়াডাঙ্গা সেন্টারপাড়ায় ঐ বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি রকি ও বায়েজীদকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজতে থাকা ২ কেজি গাঁজা উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি