নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ১২:১৩। ১৮ জুলাই, ২০২৫।

রাজশাহীতে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

জুলাই ১৭, ২০২৫ ৫:১৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার সেন্টারপাড়ার অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: জামাল উদ্দিন ওরফে রকি (৩৮) ও মো: বায়েজীদ ইসলাম (২৫)। জামাল রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা সেন্টারপাড়ার মো: আব্দুর রহিমের ছেলে এবং বায়েজীদ একই থানার কাশিয়াডাঙ্গা বাগান পাড়ার মো: বাদশা মিয়ার ছেলে।

আরও পড়ুনঃ  মিরপুরে সাবেক-বর্তমান ক্রিকেটারদের বৈঠক, ছিলেন তামিম-তাইজুলরাও

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৬ জুলাই রাতে আরএমপি উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) দীন মোহাম্মদের সার্বিক তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানার এসআই মো: মোস্তাক আহম্মেদ ও তার টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাশিয়াডাঙ্গা সেন্টারপাড়ায় এক বাড়িতে গাঁজা বিক্রি হচ্ছে।

আরও পড়ুনঃ  জুলাই বিপ্লবের মামলায় রাবির তিন কর্মকর্তা গ্রেপ্তার

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের টিমটি রাত সাড়ে ১০ টায় কাশিয়াডাঙ্গা সেন্টারপাড়ায় ঐ বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি রকি ও বায়েজীদকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজতে থাকা ২ কেজি গাঁজা উদ্ধার হয়।

আরও পড়ুনঃ  চলতি বছর ইইউতে প্রবেশে শীর্ষে বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীরা

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।