স্টাফ রিপোর্টার : ‘তথ্যই শক্তি, জানবো-জানাবো, দুর্নীতি রুখবো’- এস্লোগানকে সামনে রেখে রাজশাহীতে শুরু হয়েছে দুইদিনব্যাপী তথ্য মেলা। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ আয়োজনে আজ বুধবার (১৮ ডিসেম্বর) রাজশাহী কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সনাকের সভাপতিপ্রফেসর ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদার। অতিথি ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী প্রমূখ। পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, অবাধ তথ্য প্রবাহ সমাজ ও রাষ্ট্রে দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে। তথ্য অধিকার আইন নাগরিকদেরকে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই সরকারি প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় তথ্য প্রাপ্তিতে সহায়তা করছে। এতে সরকারি প্রতিষ্ঠানের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। পুলিশ কমিশনার আরও বলেন, প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে একজন...
Developed by BDITHOST