স্টাফ রিপোর্টার: রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। রোববার সকালে রাজশাহী কলেজ প্রাঙ্গনে বেলুন—ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ। পরে কলেজ মিলনায়তনে এ উপলক্ষে একটি আলোচনা সভা হয়। এ সভায় বক্তব্য দেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ। তিনি বলেন, সৃজনশীল উদ্ভাবনী চিন্তাধারায় সেবা সহজীকরণ করতে হবে। এক্ষেত্রে চিন্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ড. মো. মোকছেদ আলী। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম, জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রশিদুল হাসান, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. ফারুক হোসেন ও রাজশাহী কলেজের...
Developed by BDITHOST