স্টাফ রিপোর্টার: রাজশাহীতে দুই দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে এ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ। পরে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। বিভাগীয় কমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি যুগোপযোগী উদ্ভাবনী উদ্যোগের কারণেই বিশে^র দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ ডিজিটাল দেশে রূপান্তরিত হয়েছে। প্রধানমন্ত্রী দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ। তাঁর সুযোগ্য পূত্র সজীব ওয়াজেদ জয় স্মার্ট বাংলাদেশের রূপকার। জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী নগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন, রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. নূরজাহান বেগম প্রমুখ বক্তব্য রাখেন। মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের...
Developed by BDITHOST