স্টাফ রিপোর্টার: রাজশাহীতে দেড় মণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পিকআপে করে গাঁজা পাচার করে আনার সময় তাদের গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহীর একটি দল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী জুটমিলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুজন হলেন- কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার বলদিটারী মাস্টারপাড়া গ্রামের আবু হোসেন (৩২) ও আহসান হাবিব (১৮)। তাদের পিকআপ থেকে ৬০ কেজি গাঁজা ছাড়াও ৯০০টি ডিম জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহীর উপপরিচালক জিল্লুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ব্যাপারে দুজনের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।