
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে দেড় লাখ পিস নকল রাজস্ব স্ট্যাম্প জব্দ করেছে র্যাব। এ সময় নকল রাজস্ব স্ট্যাম্পের কারবারে যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম শহিদুল ইসলাম (৪০)। রাজশাহীর বাঘা উপজেলার বলিহার বেতীপাড়া গ্রামের বাসিন্দা তিনি। সোমবার রাত রাত ১০টার দিকে র্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জেলার পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর এলাকায় এ অভিযান চালায়। মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে। র্যাব জানায়, একটি বাসে চড়ে এসব নকল স্ট্যাম্প নিয়ে যাচ্ছিলেন শহিদুল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে পুঠিয়া থানায় প্রতারণা আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকেও পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Developed by BDITHOST