স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারি রানীনগর এলাকা হতে একটি দেশীয় অস্ত্রসহ ১ জনকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হলো মো: লিখন ইসলাম (৩৪), রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ৩০ রানীনগর এলাকার জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর সন্ধ্যায় বোয়ালিয়া মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রানীনগর এলাকায় লিখন নামে এক ব্যক্তি তার দোকানের সামনে অবৈধ অস্ত্র দিয়ে স্থানীয় লোকজনদের ভয়ভীতি প্রদর্শন করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে সন্ধ্যা সাড়ে ৬টায় বোয়ালিয়া মডেল থানার রানীনগর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: লিখন ইসলামকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থেকে ৩০ ইঞ্চি লম্বা একটি তলোয়ার উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।