স্টাফ রিপোর্টার : সবুজ ও পরিবেশবান্ধব নগরী গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে নগরীর নওদাপাড়া বালিকা উচ্চবিদ্যাল ও হামিদপুর পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভন্ন ফলজ ও ফুলের চারা বিতরণ করা হয়। এসময় ২০০ শিক্ষার্থীদের মাঝে এই চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা: মোহাম্মদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, তালিমুল কুরআন রাজশাহী মহানগরী সহকারী পরিচালক , হাফেজ খায়রুল ইসলাম, ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আইয়ুব আলী।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।