নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। ভোর ৫:৫১। ২ জুলাই, ২০২৫।

রাজশাহীতে নগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ কর্মসূচি

মে ৪, ২০২৫ ১:৫৩
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে নগরীর লক্ষ্মীপুর প্যারামেডিকেল সংলগ্ন একটি পুকুর পরিষ্কার করে পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ কর্মসূচি-২০২৫-এর আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। এ কর্মসূচির উদ্যোগ নেন মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি।

রাজশাহীতে সম্প্রতি মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ও বিভিন্ন এলাকায় অপরিচ্ছন্ন ডোবা, নালা ও ড্রেন জনস্বাস্থ্য হুমকির মুখে ফেলছে। এ অবস্থায় রাজশাহী বিএনপির যুবদল রবিবার (৪ মে) নগরবাসীর সুরক্ষায় সচেতনতামূলক এ কার্যক্রম গ্রহণ করে।

আরও পড়ুনঃ  আমরা কেউ পূর্বের অবস্থায় ফিরতে চাই না: আলী রীয়াজ

কর্মসূচির অংশ হিসেবে এলাকার আবর্জনা অপসারণ, পুকুর ও ড্রেন পরিষ্কার এবং মশা নিধন স্প্রে প্রয়োগ করা হয়। যুবদল নেতাকর্মীরা বলেন, এটি একদিনের কাজ নয়; আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে রাজশাহীর বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম চলবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর বিশিষ্ট সমাজসেবিকা ফৌজিয়া আবিদা জেসী, মহানগর যুবদলের সদস্য মাসুদুল হক মৃধা, মজিবুল হক মিলন, তারেক হোসেন, নাফিজ ইমতিয়াজ ড্যানি, সবুজ আলী, মুস্তাফিজুর রহমান মানিক ও শামীম ইসলাম তপন।

আরও পড়ুনঃ  পাবনায় প্রেমিকার বিয়ের খবর শুনে প্রেমিকের আত্মহত্যা

এছাড়া ছাত্রদলের পক্ষ থেকেও কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন চন্দ্রিমা থানাধীন ছাত্রদলের আহবায়ক আবুল কালাম আজাদ তপন এবং রাজপাড়া থানাধীন ছাত্রদলের আহবায়ক তৌকির আহমেদ।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “যুবদলের এ ধরনের কাজ একদিকে যেমন জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ, অন্যদিকে এটি সমাজে দায়িত্ববোধ জাগিয়ে তোলে।”

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অংশীজন রিকশাওয়ালা ভাইয়েরা: স্থানীয় সরকার উপদেষ্টা

আয়োজকরা জানান, তারা এ কর্মসূচিকে শহরজুড়ে ছড়িয়ে দিতে চান, যাতে রাজশাহী আবারও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।