স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় স্বপ্নের পুরুষের কাছে শেষ চিঠি লিখে নববধু হিরা খাতুন আত্মহত্যা করেছেন। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় পদ্মার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার সদর থানার বটতলী ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের বেল্লাল হোসেনের মেয়ের সাথে ১৪ সেপ্টেম্বর পারিবারিকভাবে চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরের শান্তি শেখের ছেলে রতন আলী শেখের বিয়ে হয়। বিয়ের পরে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন হিরা। এরপর স্বামীর বাড়িতে আসতে চাননি হিরা। মেয়েকে বুঝিয়ে বাবা বেল্লাল হোসেন আবার স্বামীর বাড়িতে পাঠিয়ে দেন। সোমবার সন্ধ্যায় স্বামী রতন আলী বাজারে যান। এ সময় স্বপ্নের পুরুষের কাছে চিঠি লিখে নিজ ঘরের শোবার ঘরের তিরের সাথে ওড়না দিয়ে ফাঁস দেন হিরা। এ সময় তার ননদ ছবি খাতুন বাড়িতে এসে দেখেন হিরা ঘরের তিরের সাথে...
Developed by BDITHOST