স্টাফ রিপোর্টার : “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’’— এ প্রতিপাদ্যে বুধবার সারা দেশের মতো রাজশাহীেও পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকাল ৮টায় নিসচার রাজশাহী জেলা কার্যালয় (কাজিহাটা গ্রেটার রোড) থেকে র্যালিটি শুরু হয়ে লক্ষীপুর মিন্টু চত্বর ও সিএন্ডবি মোড় প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে মোনাজাত করা হয়। বিশেষভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রবর্তক প্রয়াত জাহানারা কাঞ্চনের ৩২তম মৃত্যুবার্ষিকীতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে নিসচার প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান,...
Developed by BDITHOST