
স্টাফ রিপোর্টার : অবিলম্বে নেসকোর প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। পরে গ্রাহকেরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ‘সচেতন রাজশাহীবাসী’র ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, প্রিপেইড মিটার সংযোগের কারণে সাধারণ মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছেন। ওভারলোড হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, লো ব্যাটারির কারণে মিটার লক হয়ে পড়ে, ভুল বা পুরনো টোকেন লোড করলেও মিটার লক হয়ে যায়, আবার বেশি ভোল্টেজের কারণে মিটার ট্রিপ করে। চার্জ দেওয়ার পর সংযোগ ফেরত পাওয়া কঠিন হয়ে পড়ে। অনেক সময় বিলও বেশি আসে। তাছাড়া রিচার্জের খরচ ও জটিলতাও বেড়েছে বলে তারা অভিযোগ করেন। এম এ সবুর নামের এক ব্যক্তি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামী...
Developed by BDITHOST