নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ২:২২। ৭ সেপ্টেম্বর, ২০২৫।

রাজশাহীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুশ পালন

সেপ্টেম্বর ৬, ২০২৫ ৮:০২
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্য্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে একটি জশনে জুলুশ বা ধর্মীয় মিছিল বের করে রাজশাহী মহানগর গাউছিয়া কমিটি। নগরের শিরোইল থেকে বের করা এই মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুনঃ  ভারত থেকে ৭ দিনে ১৭৮৫ মেট্রিক টন চাল আমদানি, সুফল পাচ্ছেন নিম্ন আয়ের মানুষ

এ সময় রাজপথে চলতে থাকে নানা ধর্মীয় স্লোগান, হামদ ও নাত। এ দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার ঘটনার নিন্দা জানান আয়োজকেরা। এসব ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়ারও দাবি জানান তারা। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ জীবনে ধারণ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  আগামী ৭ সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

পরে দেশ-জাতির উন্নতি ও অগ্রগতি কামনা করে দোয়া করা হয়। দিবসটি উপলক্ষে রাজশাহী কারাগার, এতিম খানা ও হাসপাতালগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।